পুলিশের অভিযানে হামলা, দুই পুলিশ সদস্য আহত

মেঘনা প্রতিনিধি

মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন নৌ পুলিশের সদস্যরা। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। হামলায় এএসআই মইন উদ্দিন ও কনস্টেবল আলম আহত হয়েছেন।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে পুলিশ চারজন জেলেসহ দুইটি নৌকা আটক করে এবং বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে। এ সময় পার্শ্ববর্তী মইষ্যার চর গ্রামের রবিউল্লাহ ও জাকির হোসেনকে জেলেদের সঙ্গে আটক করা হলে স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসী আলামিনের নেতৃত্বে ছগির ও খোকনসহ ৮–১০ জন সন্ত্রাসী দুইটি ট্রলার নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

পুলিশ জানায়, আলামিন ও ছগির স্পিডবোটে উঠে এএসআই মইন উদ্দিন ও কনস্টেবল আলমের সঙ্গে ধস্তাধস্তি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। অন্যরা ট্রলার থেকে পুলিশের দিকে আক্রমণ চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

পরবর্তীতে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে জেলে ও চাঁদাবাজ ছগির (পিতা-খোরশেদ), খোকন (পিতা রব মিয়া) সহ মোট ছয়জনকে আটক করতে সক্ষম হন।জানা গেছে তারা উভয়ই মইষ্যার চর গ্রামের বাসিন্দা। আহত পুলিশ সদস্যদের মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় মেঘনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন।তিনি বলেন, “মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলা একটি গুরুতর অপরাধ। ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

উল্লেখ্য, সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি চলাকালে অবৈধভাবে মাছ ধরা এবং নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে জেলা প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

আরো দেখুনঃ