‘পৃথিবীর আর কোথাও রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না’

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, পৃথিবীর আর কোথাও রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না। তারা নিজেদের এ দেশের সম্রাট মনে করে।

শুক্রবার সিলেট শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্র মন্ত্রী।

পরে তিনি বলেন, বিদেশিদের মন্তব্য গণমাধ্যম অতিপ্রচার করার কারণে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়।

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনার সমালোচনা করে ডক্টর মোমেন বলেন, ওই ঘটনার তদন্তই এখনো হয় নি।

ঢাকা- ১৭ আসনের উপ নির্বাচনে এক প্রার্থীর উপর হামলা নিয়ে ১৭ দেশের রাষ্ট্রদূতদের যৌথ বিবৃতির সমালোচনা করে তিনি বলেন, “সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জনের মারা যাওয়া নিয়ে একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কি করল, সঙ্গে সঙ্গেই চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারে-কাছেও নেই। বাংলাদেশ দরিদ্র দেশ বলে তারা এগুলো করছে।”

এফআর/অননিউজ

আরো দেখুনঃ