ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ।
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতাঃ

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার অন্তর্ভুক্ত আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে অবরোধকারীরা ঘোষণা দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে হাজার-হাজার মানুষ ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাছ ফেলে, বাঁশের ব্যারিকেড তৈরি করে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ শুরু করে। এতে দক্ষিণাঞ্চলের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলতে দেখা গেছে।
তারা ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড , হামেরদী বাসস্ট্যান্ড ও ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড, সুয়াদি বাসস্ট্যান্ড ও ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে সড়কের উপর গাছ ফেলে, বাঁশ দিয়ে বেরিকেট দিয়ে ও টায়ারে আগুন ধরিয়ে এই অবরোধ শুরু করে।
সড়ক অবরোধের ফলে উভয় মহাসড়কে শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে। ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে শুরু হয়ে যানজট প্রায় ১০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি সংসদীয় আসনের নতুন সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। এতে ফরিদপুর-৪ আসনের আলগী ও হামেরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়।
এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনগণ রাতেই প্রতিবাদের ঘোষণা দেন এবং আজ সকালে তা বাস্তবায়ন করেন।
হামেরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া বলেন, আমরা কোনোভাবেই ফরিদপুর-২ এ যাবো না। আমাদের ফরিদপুর-৪ এ ফিরিয়ে নিতে হবে। আগামী ৭ দিনের মধ্যে গেজেট বাতিল না হলে আন্দোলন আরও তীব্র হবে।
বিএনপির ফরিদপুর-৪ এর সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন,আমরা এই প্রহশন মানিনা।আমার নির্বাচনি আসনে যেই দুইটা ইউনিয়ন বিএনপির ভোট ব্যাংক,সেই দুইটা ইউনিয়নের বিরুদ্ধে কিছু কুচকক্রী মহলের তদবিরের কারনে আমার উক্ত দুইটা ইউনিয়ন কেটে পার্শ্ববর্তী উপজেলা ফরিদপুর- ২ (নগরকান্দা সালথা)সাথে যুক্ত করে দিয়েছে। আমরা বিএনপি’র ভাঙ্গা উপজেলার নেতৃবৃন্দ ও জনগনকে সাথে নিয়ে সড়ক অবরোধ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধ আগামী রবিবার পর্যন্ত অবরোধ শীতল করা হয়েছে। আগামী রবিবার আমরা এই গেজেটের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আশা করি অচিরেই আমরা আমাদের দুইটা ইউনিয়ন ফিরে পাবো এবং বিএনপির ভোটের রাজনীতিতে এগিয়ে যাবে ইনশআল্লাহ।
বেলা সাড়ে ১১ টায় ঘটনাস্থলে ছুটে যান ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন ও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান ও সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ। এ সময় ইউএনও মিজানুর রহমান আশ্বস্ত করে বলেন- আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশন সহ উধ্বর্তনদের জানিয়েছি, আশা করি ভাল সমাধান হবে। তিনি অবরোধকারীদের সড়ক ছাড়ার অনুরোধ করেন। তবে স্থানীয়রা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, ইসির সংসদীয় আসন বিন্যাস গেজেট প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার থেকেই ক্ষোভে ফুঁসছে ভাঙ্গাবাসী। এর ধারাবাহিকতায় আজ সকালে দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। আমি সকাল থেকেই ঘটনাস্থলে অবস্থান করছি। আইন শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলা প্রশাসন, সেনাবাহিনীর সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করছি।
jn