ফেনীতে টমটম চালক হত্যা মামলার আসামি সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।
ফেনীতে টমটম চালক হত্যা মামলার আসামি সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ আলমগীর (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। শ্রেণি কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে বিষ্ণুপুর গ্রামের তেমুহানি নামক স্থান থেকে বুধবার সন্ধ্যায় ফেনী ও সোনাগাজী মডেল থানার পুলিশদল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি বগাদানা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও গুণক গ্রামের আজিজুল হকের ছেলে । পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনী শহরের পুরাতন কারাগারের সামনে আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টমটম চালক জাফর আহমদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা আছিয়া বেগম বাদী হয় গত ৪ সেপ্টেম্বর ২০৫ জনের নাম উল্লেখ করে এবং ১০০-১৫০জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।