বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ ঘোষণা

বাদশা,পঞ্চগড়,প্রতিনিধি।।

হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (১০ অক্টোবর) বেলা ১২টার সময় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই দেশের আমদানি-রপ্তানি কারক ও ব্যবসায়ীদের যৌথ উদ্দোগ্যে দুর্গাপূজা উপলক্ষে আগামী ১১ (সোমবার) থেকে ১৬ অক্টোবর (রোববার) পর্যন্ত পঞ্চগড়ের বাংলবান্ধা ও ভারতের ফুলবাড়ি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর (সোমবার) সকাল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে বলে তিনি আরো জানান।

সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।

আরো দেখুনঃ