বাগমারায় কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত
আবু বাককার সুজন
বাগমারায় সালেহা-ইমারত ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কিরাত প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব শনিবার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ দুটি গ্রæপে তিনশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ, পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৪, বাগমারা আসনের সংসদ সদস্য ও সালেহা-ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ঢাকা আদাবর বায়তুল আমান সোসাইটি জামে সমজিদের ইমাম মোহাম্মদ মামুনুর রশিদ ও অধ্যক্ষ এসএম মাহাবুবুর রহমান প্রমুখ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সোনাডাঙ্গা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সালেহা ইমারত কোল্ড স্টোরেজ জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান ও বাগমারা থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী ইউনুস আলী।