বাগমারায় গণভোট ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাগমারা প্রতিনিধি:

বাগমারায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ‘নির্বাচন, গণভোট ও গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নির্বাচন প্রক্রিয়ায় নাগরিক সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক ও উপজেলা প্রকৌশলী মনসুর রহমান প্রমোখ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনায় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সংশ্লিষ্ট আইন, নাগরিকদের দায়িত্ব ও করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগে গণভোটের গুরুত্ব এবং গণতন্ত্র শক্তিশালী করতে জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।