বাগমারায় জামিনে এসেই বাদীর বাড়িতে অগ্নিসংযোগ আসামীদের

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মামলায় আদালত থেকে জামিনে এসেই বাদীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে আসামীরা।

শুক্রবার রাতে শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মামলার বাদী ছেনামুলহ হকের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বারুইপাড়া গ্রামের একটি সমিতির হিসাব চাওয়া নিয়ে বিরোধের জেরে ২৭ অক্টোবর রাতে ওই সমিতির সদস্য ছেনামুল হক এবং তার ছোট ভাই এনামুল হক, আতাউর ও মাহাবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও পরিবারের সদস্যদের মারধর করা হয়।

এই ঘটনায় পরের দিন ওই সমিতির পরিচালক ভুট্রু, মিলন, উজ্জল ও টিপু সুলতানসহ ১১ জনের বিরুদ্ধে ছেনামুল হক বাদী হয়ে বাগমারা থানায় একটি মামলা করেন। বৃহস্পতিবার ওই মামলার সব আসামিরা আদালতে আতœসমর্পন করে জামিন পান।

এরপর আসামীরা বাড়িতে এসে রাত ১২ টার দিকে মামলার বাদী ছেনামুলহ হক ও তার ভাই বাবুল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া বাড়ির পাশে পানবরজ থেকে প্রায় অর্ধলক্ষাধিক টাকার পান লুট করা হয় বলেও ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

তবে জামিনে আসার পর বাদীর বাড়িতে হামলা চালানো, অগ্নিসংযোগ করা ও পানবরজ থেকে পান লুটের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন অভিযুক্ত টিপু সুলতানসহ ওই গ্রামের একাধিক ব্যক্তি। এ বিষয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুনঃ