বাগমারায় প্রভাবশালীর বিরুদ্ধে ভ্যানচালকের জমি দখলের

বাগমারা প্রতিনিধি।।

রাজশাহীর বাগমারায় বড়বিহানালী বাজারে এক ভ্যানচালকের জমি দখল করে নিয়ে জমির উদ্দীন নামে এলাকার এক প্রভাবশালীর বিরুদ্ধে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ভ্যানচালক আপন কুমার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, বড়বিহানালী ইউনিয়নের রঘুনাথ বাবু মৃত্যূর পূর্বে তার ছেলে আপন কুমারকে বড়বিহানালী বাজারে তিন শতক জমি দানপত্র দলিল মূলে রেজিস্ট্র করে দেন।

সম্প্রতি মুরারীপাড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রভাবশালী জমির উদ্দীন ক্ষমতার জোরে ওই জমি দখল করে নিয়ে দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন। এ সময় আপন কুমার বাঁধা দিতে গেলে দখলকারী জমির উদ্দীন ও তার লোকজন তাকে মারধর করে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। থানার ওসি আমিনুল ইসলাম শনিবার বলেছেন, এই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শান্ত/অননিউজ

আরো দেখুনঃ