বাগমারায় সোনার বাংলা ও আলোর বাংলা ফাউন্ডেশন শ্রেষ্ঠ সমবায় সমিতি
আবু বাককার সুজন, বাগমারা (রাজশাহী)।।
রাজশাহীর বাগমারায় সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ও আলোর বাংলা ফাউন্ডেশন এবার জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত করা হয়েছে। এ জন্য শনিবার উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম ও আলোর বাংলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হকের হাতে শ্রেষ্ঠ সমবায়ী পুরষ্কার তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে তাদের হাতে এই বিশেষ পুরষ্কারস্বরুপ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদ ইসলাম।
প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর ও আলম আজিজুল হক বলেন, বাগমারার বিভিন্ন অঞ্চলের অস্বচ্ছল শিক্ষক-কর্মচারী এবং দরিদ্র ও অসহায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কল্যাণে নিরলসভাবে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ও আলোর বাংলা ফাউন্ডেশন। আগামীতেও আরো ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠান দুটি।
এ বিষয়ে বাগমারা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ বলেন, সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ও আলোর বাংলা ফাউন্ডেশন বাগমারার দুটি সফল সমিতি। সমাজসেবামূলক কাজ করায় এবার জাতীয় সমবায় দিবস উপলক্ষে এই প্রতিষ্ঠান দুটিকে সমবায় অধিদপ্ত কর্তৃক বাগমারা উপজেলার ৩৬০ টি সমবায় সমিতির মধ্যে শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত করে প্রতিষ্ঠান দুটিকে শ্রেষ্ঠ পুরষ্কার প্রদান করা হয়েছে।
একে/অননিউজ24