বাগমারায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার হাট গাঙ্গোপাড়ায় ব্রাদার্স জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে ওই দোকানের মালিক আসলাম আলীর নগদ টাকাসহ প্রায় ১৮ লক্ষাধিক টাকার সোনা ও চাঁদির গহনা খোয়া গেছে। স্বর্ণ ব্যবসায়ী আসলাম আলী জানান, শনিবার গভীর রাতে তার ব্রাদার্স জুয়েলার্সের কারখানার পেছনে একটি ভ্যান্টিলেটর ভেঙ্গে চৌরেরা ভেতরে প্রবেশ করে। এরপর খারখানার মধ্যে সংরক্ষিত সেন্দুকের তালা ভেঙ্গে নগদ দেড়লাখ টাকাসহ প্রায় ১৮ লক্ষাধিক টাকার সোনা ও চাঁদির গহনা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় রোববার হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
jn