বাগমারায় স্বেচ্ছাসেবক দল নেতার পাল্টা সংবাদ সম্মেলন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার তাহেরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে ও সংবাদ সম্মেলন করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার নিজ বাসায় আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভূক্তভোগী জাহাঙ্গীর আলম।

পাল্টা সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বাগমারা গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আবুল হোসেন তার শ^শুর। একই গ্রামের বাসিন্দা পাবনা জেলা পুলিশ সদর কোর্টে কর্মরত কনস্টেবল নামাজুল ইসলাম ও তার পরিবারের লোকজন সম্প্রতি ক্ষমতার দাপট দেখিয়ে তার শ^শুরের পুরাতন বাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালা ভাংচুর করে।

এই খবর পেয়ে গত ১৮ ডিসেম্বর তিনি তার শ^শুর বাড়িতে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গ্রামের লোকজনকে ডেকে বিষয়টি মীমাংসা করে দিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৯ ডিসেম্বর বিকেল ৩ টার দিকে কনস্টেবল নামাজুল ইসলাম মুঠোফোনে ০১৭৩৩-৫৪৮০০৬ নম্বর থেকে কল করে তাকে গুলি করে হত্যার হুমকি দেন।

এই ঘটনায় তিনি বাদী হয়ে কনস্টেবল নামাজুল ইসলাম ও তার বাবা মোজাম্মেল হকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেন। বর্তমানে তিনি কনস্টেবল নামাজুল ইসলামের অব্যাহত হুমকির কারণে চরম নীরাপত্তাহীনতায় ভূগছেন। অথচ তিনি নাকি কনস্টেবল নামাজুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছেন বলে তার স্ত্রী রোকসানা তামান্না মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।

তাছাড়া কনস্টেবল নামাজুল ইসলামের স্ত্রী রোকসানা তামান্না তাকে এবং তার স্ত্রীর বড় বোনকে হয়রানী করা উদ্দেশ্যে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন। কাজেই পাল্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ধরণের মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাহেরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম।

আরো দেখুনঃ