বাগমারার দ্বীপনগর হাইস্কুলের প্রতিষ্ঠাতা সেকেন্দার আলীর মৃত্যুতে শোকসভা
বাগমারা প্রতিনিধি।।
বাগমারার দ্বীপনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার সেকেন্দার আলীর মৃত্যুতে বিদ্যালয় চত্বরে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই শোক সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমারের সভাপতিত্বে ও ইংরেজি শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন- বিদ্যালয়ের সহকারী সমাজ বিজ্ঞান শিক্ষক সাইদুর রহমান, ইসলাম ধর্ম শিক্ষক আকরাম আলী, বিএসসি শিক্ষক সৈয়দ আলী, ভূগোল বিষয়ের শিক্ষক রিয়াজ উদ্দিন, ক্রীড়া শিক্ষক আব্দুল মতিন, সমাজ বিজ্ঞান শিক্ষক জান্নাতুন ফেরদৌস, কৃষি শিক্ষক এমদাদুল হক ও সহকারি গ্রন্থাগারিক সাহাবুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার সেকেন্দার আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দ্বীপনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার সেকেন্দার আলী হৃদ রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য আতœীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।