বাগমারার মোহনগঞ্জ উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষিকাকে অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।।

অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে বাগমারার মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা
পারভীনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ বাজারে প্রধান প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে স্কুল চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, টিপু মোল্লা, সামসুজ্জোহা সরকার বাদশা, সহকারি শিক্ষক জাকির হোসেন, সহকারি শিক্ষক আলা উদ্দিন, বিএসসি শিক্ষক সাহেব আলী ও অনিক মাহমুদ। বক্তারা অভিযোগ করেন- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা পারভীনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যসহ একাধিক অভিযোগ রয়েছে। এদিকে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা পারভীন আন্দোলনের মুখে স্কুল থেকে পালিয়ে যান। এরপর আন্দোলনকারীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।

আরো দেখুনঃ