বাগেরহাটের মোল্লাহাটে ক্রেইন প্রকল্পের পি এস এফ হস্তান্তর
বাগেরহাট প্রতিনিধি।।
দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর নেতৃত্বে ওয়াটার এইড বাংলাদেশের কারিগরি সহযোগিতায় জেজেএস ও রূপান্তর বাস্তবায়িত মোল্লাহাটে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প ক্রেইন এর আওতায় রূপান্তর সংস্থার বাস্তবায়নে মোল্লাহাটের গাওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়গাওলা গ্রামের গাউচ কাজীর পুকুরের পিএসএফ হস্তান্তর করা হয়।
আজ সোমবার(১৫ নভেম্বর) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, গাওলা ১,২,৩ ওয়ার্ড এর ইউপি সদস্য মনিরা বেগম, সাবেক ইউপি সদস্য তানজিরা পারভীন, পিএসএফ সভাপতি জহিরুল হক ফরাজী, বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র মন্ডল, পুকুর মালিক গাউচ কাজী, পারুল কাজী, রূপান্তর ক্রেইন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালেদা হোসেন মুন, ক্যাম্পেইন কো-অর্ডিনেটর তছলিম আহমেদ টংকার, রূপান্তর উপজেলা ওয়াশ এন্ড সি এসও মোবিলাইজার মোঃ আব্দুল করিমসহ উপকারভোগীবৃন্দ।
প্রধান অতিথি বলেন ক্রেইন প্রকল্পের মাধ্যমে রূপান্তর সংস্থা কর্তৃক পিএসএফ স্থাপনের জন্য ক্রেইন প্রকল্পকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে যেসব এলাকায় পানির অভাব সেই সব এলাকায় পিএসএফ স্থাপনের আহবান জানাচ্ছি, এই এলাকার মানুষের নিরাপদ পানির অভাব পুরন হয়েছে। এমনিভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমগ্র উপজেলাবাসীকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে পিএসএফ সভাপতির কাছে পিএসএফ এর ফাইল হস্তান্তর করেন।