বাগেরহাটের মোল্লাহাটে নানা আয়োজনে শেখ রাসেল জন্মদিবস উদযাপিত।
বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে আজ সোমবার(১৮অক্টোবর)সকালে, উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল দিবসের মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস শীর্ষক আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও রুবিয়া বেগম, প্রাণি সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, অফিসার ইনচার্জ সোমেন দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, আওয়ামী লীগ নেতা শেখ শাহীনুল আলম, অধ্যক্ষ এল জাকির হোসেন, জিকরুল আলমসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারি প্রোগ্রামার তানিয়া ফেরদৌসী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক মোহাম্মাদ আলী মোহন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।