বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের মামলা বাগমারায় বিএনপির ২৪ নেতাকর্মীর জামিন লাভ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার সাঁইধারা গ্রামে কয়েকটি হিন্দু পরিবারসহ কৃষকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলায় বিএনপির ২৪ জন নেতাকর্মী আদালত থেকে জামিন লাভ করেছেন।

রোববার রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট আব্দুল বারী বলেন, বাদির আনিত অভিযোগ সত্য নয়। এটি মূলত সড়যন্ত্রমূলক একটি রাজনৈতিক প্রতিহিংসার মামলা। তাই বিজ্ঞ বিচারক সকল আসামীকে একযোগে জামিন দিয়েছেন।

জানা গেছে, স্থানীয় কিছু আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের লোকজন মিলে একটি কমিটি গঠন করে নরদাশ ইউনিয়ন যশো বিলে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছিলেন। ওই বিলে থাকা জমির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ২১ ডিসেম্বর রাত ১০ টার দিকে কৃষক সুশীল চন্দ্র দেবনাথ, আব্দুল মান্নান ও আলা উদ্দিনসহ ওই গ্রামের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও টিনের চালায় অগ্নিসংযোগ করা হয়।

এই ঘটনায় সুশীল চন্দ্র দেবনাথ বাদি হয়ে ঘটনার দুই দিন পর বাগমারা থানায় একটি মামলা করেন। মামলায় নরদাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, স্থানীয় বিএনপি নেতা আব্দুল জব্বার, মফিজ উদ্দিন, জহুরুল ইসলাম ও আজাদ মাষ্টার সহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামী করা হয়।

আরো দেখুনঃ