বামাঐপ গুইমারা উপজেলা শাখা কাউন্সিলে উষা মারমা সভাপতি, কং জপ্রু মারমা সম্পাদক

খাগড়াছড়ি প্রতিনিধি:

সুধা অং মারমা বলেছেন, পড়াশোনা করলে হবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, শিক্ষিত হয়ে সমাজ বিনির্মানে কাজ করার আহবান জানান।
বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার আয়োজনে গুইমারা টাউন হলে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুধা অং মারমা তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ছাত্র রাজনীতি আদর্শ রাজনীতি। একক চিন্তা বাদ দিয়ে দলীয় তৈরি ও সমাজ উন্নয়নে একে অপরের সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা।

ক্যজরী মারমা বলেন, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ সামাজিক সংগঠনটি মারমা জাতির পিছিয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারের বিভিন্ন ধরনের সহযোগিতা পাশাপাশি, মেধাবী শিক্ষার্থীরা অর্থের অভাবে বঞ্চিত না হয়, সে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের সংগঠনটি পার্বত্য অঞ্চলে আনাচে-কানাচেতে দিনদিন জনপ্রিয়তা লাভ করছে। মারমা সমাজ এখন এক ছাতার তলে আছে সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করছে।

বিশেষ অতিথির বক্তব্য সাথোয়াই প্রু চৌধুরী বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পর্যটন উন্নয়ন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, সমাজসেবা, সমবায়, ক্রীড়া ও সংস্কৃতি, যুব মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা বিভিন্ন ধরনের সহযোগিতা পাশাপাশি উন্নয়ন মুলক কাজ করছে। তারই ধারাবাহিকতায় যেখানে সুবিধা বঞ্চিত সেখানে গুরুত্ব বুঝে সহযোগিতা করার জন্য জেলা পরিষদ প্রস্তুত।

তিনি আরো বলেন,পাড়ায় মহল্লায় ছোট ছোট সমিতি গঠন করে নিজের ঐক্যবদ্ধতা মাধ্যমে বিভিন্ন ধরনেরই চাষাবাদ, খামার, মৎস্য পালন, ব্যবসা বাণিজ্য করলে সরকারের বিশেষ বিশেষ সুযোগ সুবিধা সেবা সহজে পাওয়া সম্ভব।

সাথোয়াই প্রু চৌধুরী তিনি আরো বলেন, বর্তমানে সরকারের সকল সুযোগ সুবিধা আপনাদের জন্য বরাদ্দ। তবে জাতির উন্নয়নে জাতীয় রাজনৈতিক পাশাপাশি সামাজিক রাজনৈতিক করার আহবান করেন তিনি।

এসময় সুইচিংহ্লা চৌধুরী উপস্থাপনায় বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লাপ্রুচাই মারমা এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার সভাপতি অংগ্য মারমা, বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার সভানেত্রী হ্লাউচিং মারমা, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক রুইম্রোসাই মারমা, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা সহ সাংগঠনিক সম্পাদক উক্যনু মারমা।

কাউন্সিলে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ জেলা ও উপজেলা শাখার সংগঠনের নেতৃবৃন্দ ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখা নবগঠিত কাউন্সিলে উষা মারমা সভাপতি, কং জপ্রু মারমা সাধারণ সম্পাদক, মংসানু মারমা সাংগঠনিক সম্পাদকসহ ৭১ জন বিশিষ্ট সদস্য কমিটি ঘোষণা করা হয়, তিন বছরে জন্য।

আরো দেখুনঃ