বিচ্ছেদের পথে হাঁটছেন তামান্না-বিজয়
অনলাইন ডেস্ক।।

বরাবরই আলোচনায় থাকেন আবেদনময়ী এবং দক্ষিণী সিনেমার জনপ্রিয় নাইকা তামান্না ভাটিয়া। আলোচনা হয় তার অভিনয় আর ব্যক্তগিত জীবন নিয়ে। এর মধ্যে বিশেষ করে অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তার প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকে ভক্তদের আগ্রহ আরও বেড়ে যায়। তবে নতুন গুঞ্জন বলছে, এই তারকা জুটি নাকি আলাদা হয়ে গেছেন।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, কয়েক সপ্তাহ আগেই তামান্না ও বিজয়ের সম্পর্ক ভেঙে গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তারা কেউই কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে, বিচ্ছেদের কারণেই তামান্না নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিজয়ের সঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন। এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তারা এখন আর প্রেমের সম্পর্কে নেই, তবে বন্ধুত্ব বজায় রেখেছেন। দুজনেই এখন নিজেদের কাজে মনোযোগী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্নাকে জিজ্ঞেস করা হয়, এই বছর কি তিনি ও বিজয় বিয়ে করছেন? উত্তরে তিনি বলেন,আমি আমার জীবন নিয়ে খুবই খুশি। বিয়েও হতে পারে। এছাড়া, ক্যারিয়ার ও বিয়ের প্রসঙ্গে তামান্না জানান, বিয়ে মানেই ক্যারিয়ারের শেষ নয়। আমি উচ্চাভিলাষী এবং বিয়ের পরও অভিনয় চালিয়ে যাব।
প্রসঙ্গত, ২০২৩ সালের নিউ ইয়ার পার্টিতে প্রথমবার একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তামান্না ও বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন ইভেন্ট ও অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ায় সে গুঞ্জন আরও জোরালো হয়।\
‘লাস্ট স্টোরিজ টু’ ওয়েব সিরিজের প্রচারের সময় তারা নিজেরাই স্বীকার করেন যে, তারা প্রেম করছেন। এমনকি, ২০২৪ সালে ফিল্ম কম্পানিয়ন-কে দেয়া এক সাক্ষাৎকারে তামান্না বিজয়কে তার ‘হ্যাপি প্লেস’ বলে উল্লেখ করেছিলেন। বিজয়ও একাধিকবার সাক্ষাৎকারে তাদের সম্পর্ক নিয়ে ইতিবাচক মন্তব্য করেন।
সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।