বিশ্বকাপে ক্যাচ ধরায় শীর্ষে পাকিস্তান, বাংলাদেশ কোথায়

অনলাইন ডেস্ক।।

চলমান ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অন্তত দুইটা ম্যাচ পরাজয়ের কারণ হিসেবে মিস ফিল্ডিংকে দায়ী করেছে দেশটির সাবেক ক্রিকেটাররা। দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম তো বলেই বসেছেন, ওদের (পাকিস্তানি ক্রিকেটার) ফিল্ডিং ও ফিটনেস দেখুন। দেখে তো মনে হয়, তারা প্রতিদিন আট কেজি করে খাসির গোশত খায়।’

অবশ্য ওয়াসিমের এমন মন্তব্যের পিছনে বেশ কারণও রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ডেভিড ওয়ার্নার একেবারে হাতে তুলে দেওয়া সহজ ক্যাচ ছেড়েছিলেন উসামা মির। সে ম্যাচ হারের পর মীরের ক্যাচ মিস নিয়ে এখনও ‘মিম’ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এছাড়া সহ-অধিনায়ক শাদাব খানও ক্যাচ ছাড়ার জন্য সমালোচনার শিকার হয়েছেন।

কিন্তু জানেন কি, এবারের বিশ্বকাপে ৪৫ ম্যাচের মধ্যে ৩৩তম ম্যাচ পর্যন্ত (ভারত-শ্রীলঙ্কা ম্যাচ) ক্যাচ নেওয়ায় ক্ষেত্রে সবচেয়ে দক্ষ দলটির নাম পাকিস্তান! বিশ্বকাপে এ পর্যন্ত ৭ ম্যাচ খেলা পাকিস্তান ক্রিকেট দল মাঠে ৩৭টি ক্যাচ নেয়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে নিতে পেরেছে ৩১টি ক্যাচ। ৮৬ শতাংশ ক্যাচ নিয়ে তালিকার শীর্ষে পাকিস্তান।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভারত-শ্রীলঙ্কা ম্যাচটি টিভিতে দেখে থাকলে পরিসংখ্যানটা কারও কারও চোখে পড়তে পারে। টিভির স্ক্রিনে দেখানো গ্রাফিকসের পরিসংখ্যান অনুযায়ী, এবার বিশ্বকাপে মাত্র ৬টি ক্যাচ ছেড়েছে পাকিস্তান।

বিশ্বকাপ জুড়ে এখন পর্যন্ত ক্যাচ নেওয়ার হার ৮০ শতাংশের ওপরে-১০ দলের মধ্যে এমন দল এখন পর্যন্ত পাঁচটি। ক্রম অনুযায়ী তালিকাটি এমন, পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ডাচরা ৩৩ ক্যাচের মধ্যে নিতে পেরেছে ২৭টি। ছেড়েছে পাকিস্তানের সমান ৬টি ক্যাচ। সাফল্যের হার ৮৫ শতাংশ।

চলমান বিশ্বকাপের আয়োজক ভারত ক্যাচ ছাড়ার ক্ষেত্রে অনুসরণ করেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। মোট ২৫টি ক্যাচের মধ্যে বিশ্বকাপের স্বাগতিকরা ছেড়েছে ৬টি ক্যাচ। ১৯টি ক্যাচ নেওয়া ভারতের সাফল্যের হার ৮১ শতাংশ।

এছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ‘চোকার্স’ দক্ষিণ আফ্রিকারও ক্যাচ নেয়ায় সাফল্যের হার ভারতের সমান ৮১ শতাংশ। ২৬টি ক্যাচের মধ্যে ইংল্যান্ডও ৬টি ক্যাচ ছেড়েছে, দক্ষিণ আফ্রিকা ৫১ ক্যাচের মধ্যে ছেড়েছে ১২টি।

ক্যাচ নেয়ার তালিকায় বাংলাদেশ রয়েছে ষষ্ঠ স্থানে। ২৬টি ক্যাচের মধ্যে বাংলাদেশ দল ফেলেছে ৮টি ক্যাচ। ১৮টি ক্যাচ নিয়ে সাফল্যের হার ৭৬ শতাংশ। ক্যাচ নেয়ার হারে বাংলাদেশের চেয়ে পিছিয়ে অস্ট্রেলিয়া। ২৯টি ক্যাচের মধ্যে ১২টি ক্যাচ ফেলেছে অস্ট্রেলিয়া। ১৭টি ক্যাচ নিয়ে সাফল্যের হার ৭১ শতাংশ।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ