বিস্ফোরক দিয়ে বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান

অনলাইন ডেস্ক।।

ফ্রান্স টোয়েন্টি ফোর, সিএনএ, গালফ এবং জিও নিউজসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের পাঞ্জাবে শিখদের অন্যতম পবিত্র স্থাপনা কর্তারপুর মন্দির বুধবার (২৭ আগস্ট) বন্যার পানিতে তলিয়ে যাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার একটি বাঁধের পাশে থাকা প্রান্তিক বা তীররক্ষা বাঁধ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে। এবার সেই ঘটনার ভিডিও প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।

প্রতিবেদন মতে, ভারত উপচে পড়া বাঁধ এবং স্রোতস্বিনী নদী থেকে নিচু সীমান্ত অঞ্চলে পানি ছাড়তে শুরু করায় পাকিস্তানের জনবহুল পাঞ্জাব প্রদেশজুড়ে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর জানিয়েছে, চেনাব, রাভি এবং শতদ্রু নদীর কাছাকাছি মানুষ এবং গবাদি পশুদের সরিয়ে নিতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। দুর্যোগ কর্তৃপক্ষের তথ্যমতে, প্রায় ২ লাখ ১০ হাজার মানুষ এরইমধ্যে অন্যত্র চলে গেছেন।
জানা যায়, বুধবার চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের পানির স্তর বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার একটি প্রান্তিক বা তীররক্ষা বাঁধে ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ ঘটায়।
কাঠামোটি বাঁচাতে, আমরা ডান প্রান্তিক বাঁধটি ভেঙে ফেলেছি যাতে পানির প্রবাহ কমে যায়।

এদিকে, ভারত পানিকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করছে বলে অভিযোগ করে এর তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবালের অভিযোগ, নয়াদিল্লি ‘হঠাৎ করে এবং ইচ্ছাকৃতভাবে’ তার বাঁধ থেকে পানি ছেড়ে দিয়েছে।

জিও নিউজের এক অনুষ্ঠানে আহসান ইকবাল পাকিস্তানের পাঞ্জাবে ব্যাপক বন্যার কথা তুলে ধরে বলেন, ভারত পানিকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করেছে’। ওই অঞ্চলের রবি, শতদ্রু এবং চেনাব নদীর পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ জমি প্লাবিত হয়েছে বলেও জানান তিনি। এরইমধ্যে, বন্যার কারণে পাঞ্জাবের গুজরানওয়ালা বিভাগে নতুন করে কমপক্ষে সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

প্রতিবেদন মতে, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) সিন্ধুর প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) সিন্ধুকে সিন্ধু নদী ও এর উপনদীগুলোর কাঁচা (নদী) এলাকা এবং নিম্নাঞ্চলের তীরবর্তী অঞ্চলে বসবাসকারী ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোকে সরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছে।

এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বুধবার (২৭ আগস্ট) বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টা ত্বরান্বিত করার জন্য প্রাদেশিক ও জেলা কর্তৃপক্ষকে একাধিক নির্দেশনা দিয়েছেন।

আলাদাভাবে, কর্তারপুরে উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টা তদারকি করার সময় এক ভিডিও বিবৃতিতে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী পানি নিষ্কাশনকে ভারতের ‘পানি আগ্রাসনের সবচেয়ে খারাপ উদাহরণ’ হিসেবে অভিহিত করেছেন।
তার অভিযোগ, ভারত নদীতে পানি ধরে রাখে এবং হঠাৎ করে তা ছেড়ে দেয়, যা জীবন ও সম্পত্তির জন্য হুমকিস্বরূপ।

সূত্রঃsomoy
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ