বুড়িচং উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোহাম্মদ ইকবাল হোসেন।।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ আগষ্ট ২০২৫ইং রবিবার বুড়িচং উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম । প্রধান অতিথির তার বক্তব্যে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি,সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটি ঘোষণা করেন। এটি এম মিজানুর রহমান সভাপতি, মো: কবির হোসেন সাধারণ সম্পাদক, মো: হুমায়ুন কবির বাবুল সাংগঠনিক সম্পাদক প্রধান অতিথি বলেন এখন ০৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করলেও আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এ আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্মআহবায়ক আলহাজ্ব জামাল খন্দকার। সভাপতিত্ব করেন , বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান এবং পরিচালনা করেন বুড়িচং উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ কবির হোসেন।আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু ইউসুফ তুহিন, এডভোকেট মোঃ শরীফুল ইসলাম, অধ্যাপক ডা. নজরুল ইসলাম শাহীন, এডভোকেট ফারুক আহমেদ, জাহাঙ্গীর আলম হোয়াইট, আব্দুর রহিম, আবু নাসের মুন্সী, জসিম উদ্দিন , কামরুল হাসান নাসিম, আলহাজ্ব জয়নাল আবেদীন চেয়ারম্যান, বেলায়েত হোসেন, আমিনুল ইসলাম মেম্বার, জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু প্রমূখ।