বুড়িচং ফকির বাজার আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীর উদ্দেশ্যে মিলাদ ও দোয়া
বুড়িচং প্রতিনিধি।।
বুড়িচং ফকিরবাজার ইসলামিয়া ছুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার উদ্যোগে ২০২১ ইং সনের দাখিল পরীক্ষার্থীর উদ্দেশ্যে মিলাদ ও দোয়ার মাহফিল গতকাল ৯ নভেম্বর মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক নেতা ও ফকিরবাজার ইসলামিয়া ছুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক। মাদ্রাসার অধ্যক্ষ মাও. কাজী আবুল বাসারের সভাপতিত্বে এবং প্রভাষক এম. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি হাজী আ: ওহাব মাস্টার, সহকারি অধ্যাপক আ: খালেক, অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য হাজী তফাজ্জল হোসেন, অভিভাবক সদস্য কাজী বাহার মিয়া, দাতা সদস্য হাজী মনিরুল হক আরিফ, বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল কাশেম, খারেরা সরকারি প্রা: বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুস ছালাম, বর্তমান সভাপতি এম. আবদুল কাইয়ুম, কাজী তাজুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন সহ অধ্যাপক আ: খালেক, সহ অধ্যাপক ফারুক আহাম্মদ, আরবী প্রভাষক আবদুল রহিম ও মাহফজুর রহমান ভুইয়া, ইংরেজি প্রভাষক শাহেদুর রহমান, পৌরনীতি প্রভাষক মোহছেনা আক্তার। এসময় বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবদুল মোমেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সৌরভ মাহমুদ হারুনসহ বিদায়ী ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে দাখিল পরীক্ষার্থী ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাসার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্র/ছাত্রীদের ভবিষ্যাত সুন্দর জীবন গঠনে মেধা মননকে কাজে লাগিয়ে শিক্ষার্জনের আহবান জানান।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।