‘বেঁচে থাকলে ওর গ্রাজুয়েশন দেখে যেতে চাই, বাকিটা আল্লাহ মালিক জানেন’

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ক্যাসেট-সিডির যুগে যেমন ছিলেন জনপ্রিয়তার শীর্ষে, ডিজিটাল প্ল্যাটফর্মেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। গানে গানে জয় করেছেন কোটি শ্রোতার মন। নিজের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে নিয়মিত গান প্রকাশের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও সরব।

সোমবার (৫ মে) ছিল আসিফ আকবরের একমাত্র কন্যা আইদাহ্ আসিফ রঙ্গনের জন্মদিন। চার বছরে পা রাখা এই কন্যাকে ঘিরে নিজের আবেগ-ভালোবাসা ও স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই সংগীতশিল্পী।

এক আবেগঘন পোস্টে আসিফ লিখেছেন,

“আজ আমাদের মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গনের জন্মদিন। তিন বছর পেরিয়ে সে এখন চার বছরে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ও-ই। হাসিখুশি মেয়েটা, আবার জিদও কম না।”

মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন তার। তিনি লিখেছেন,

“আমার শখ, আইদাহ্ বড় হয়ে একদিন যুদ্ধবিমান চালাবে। সেই লক্ষ্য পূরণে যা যা করণীয়, বাবা হিসেবে আমি করব ইনশাআল্লাহ। বেঁচে থাকলে ওর গ্র্যাজুয়েশন দেখে যেতে চাই, বাকিটা আল্লাহর হাতে।”

এছাড়া, কন্যার সাথে নিজের কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন আসিফ। একটিতে দেখা যায়, মেয়ে বাবার বুকে মাথা রেখে নিশ্চিন্তে তাকিয়ে আছে। আরেকটি ছবিতে হলুদ জামা পরা আইদাহ্’র কপালে আদর করে চুমু খাচ্ছেন বাবা।

বর্তমানে কোরিয়ায় কনসার্টে ব্যস্ত থাকায় মেয়ের জন্মদিনে দেশে থাকতে না পারার আক্ষেপও প্রকাশ করেছেন আসিফ।

“মেয়ের জন্মদিনে ঢাকায় নেই। দক্ষিণ কোরিয়ায় কনসার্টে এসেছি। এখানকার শিশুদের সঙ্গেই সময় কাটাবো, গান গাইবো। কিন্তু মেয়ে আমাকে খুব মিস করে। বাসায় থাকলে পাশে সেঁটে থাকে। সবার কাছে দোয়া চাই আমার মেয়ের জন্য। শুভ জন্মদিন আইদাহ্ মা’মনি। আনন্দে বাঁচো, ভালোবাসা অবিরাম।”

সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।

আরো দেখুনঃ