বেকার সমস্যা সামাধানে বিএনপির বৃহৎ পরিকল্পনা রয়েছে সোনাগাজীতে আবদুল আউয়াল মিন্টু
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

বর্তমান বাংলাদেশে যে নাজুক অর্থনৈতিক অবস্থা তা থেকে উত্তরণের জন্য এ মুহুর্তে বিএনপিকেই প্রয়োজন। বিএনপির অতিত অভিজ্ঞতা রয়েছে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি দেশকে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলবে। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও বেকার সমস্যা সামাধানে বৃহৎ পরিকল্পনা রয়েছে। বুধবার সকালে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে পথসভায় এসব বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-০৩ আসনে দলটির মনোনীত (ধানের শীষ প্রতিকের) প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। বৃহৎ একটি জনগোষ্ঠীকে বেকার রেখে কোন দেশ’ই অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারেনা। তাই এই দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হলে সবার আগে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সামাধান করতে হবে। তবেই দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সক্ষম হবে। আর এই বেকার সমস্যা সামাধানে বিএনপির একটি বৃহৎ পরিকল্পনা রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে দ্রুতই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি আরো বলেন, “বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র এই দলেরই রয়েছে। দেশের বিদ্যমান সমস্যার সমাধান চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।”
এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শাহানা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু,সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন পবির, মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন ও যুবদল নেতা কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।