বেরোবি শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি

আনলাইন ডেস্ক।।

কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সায়েকুজ্জামান ফারুকীকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান সায়েকুজ্জামান ফারুকী বলেন, কমিটির অন্য সদস্যরা হলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) কাজী মুত্তাকি ইবনু মিনান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবিএম জাহিদুল ইসলাম এবং সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) সুব্রত ব্যানার্জি। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে তাজহাট থানায় মামলা করেছেন তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) বিভুতি ভূষণ।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ