ব্যারিকেড ভেঙে ইসির মূল গেটের সামনে এনসিপির নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক।।

পুলিশের কাঁটাতারের ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের (ইসি) মূল গেটের সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

এসময় তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের থামিয়ে দেয়।

বুধবার (২১ মে) দুপুর ১টা ২০ মিনিটের দিকে নির্বাচন ভবনের নিরাপত্তায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ইসির মূল গেটের সামনে চলে আসেন এনসিপি নেতাকর্মীরা। তারা গেট অতিক্রম করে ভবনে প্রবেশ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের থামিয়ে দেয়। পরে বিক্ষোভকারীরা মূল গেটের সামনেই অবস্থান নিয়েছেন।

এর আগে দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বুধবার সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। সেখানে পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি, র‌্যাব ও সেনাসদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি।

 

সূত্র:বিডি২৪লাইভ

মজ/অননিউজ২৪

আরো দেখুনঃ