ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত টাইগাররা
ঘুরে দাঁড়ানোর মন্ত্রে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পেশির চোট থাকলেও খেলতে চান সাকিব আল হাসান। আগের ভুল শুধরে জয়ে ফিরতে মরিয়া টাইগাররা। বিশ্বকাপে এখনও অজেয় থাকা ভারতও চোখ রাখছে জয়ে। যদিও গত বিশ্বকাপের পর বাংলাদেশের সঙ্গে চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে ভারত।
পুনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ দুপুর ২টা ৩০ মিনিটে।
বিশ্বকাপে সেমিফাইনালকেই লক্ষ্য ধরেছিল বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে মূলপর্বের প্রথম ম্যাচ পর্যন্ত ঠিকঠাকই চলছিল। তবে শেষ দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পুরোনো ভুত আবারও ভর করেছে।
এবার ঘুরে দাঁড়াতে প্রস্তুত টাইগাররা। প্রতিপক্ষ ভারত দুর্দান্ত ফর্মে। তবে হাথুরুর শিষ্যরাও ভয়ডরহীন। সবশেষ এশিয়া কাপে এই ভারতকে হারানোর স্মৃতি টাইগারদের প্রেরণা।
ভারত-বাংলাদেশ ম্যাচই বিশ্বকাপে পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামের প্রথম ম্যাচ। তাই পিচ সম্পর্কে খুব এক ধারণা নেই কোনো দলেরই। তবে ধারণা করা হচ্ছে, এখানে ব্যাটসম্যানরাই সফল হবে। ওপেনিং নিয়ে এখনও ধুকছে বাংলাদেশ। এই ম্যাচে কম্বিনেশনে পরিবর্তনের দিকে হাঁটতে পারে ম্যানেজমেন্ট।
এশিয়া কাপে ভারতকে হারানোর ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন তানজিম হাসান সাকিব। সেই বিবেচনায় দলে সুযোগ পেলে ট্রাম্পকার্ড হতে পারেন যুববিশ্বকাপ জয়ী এই বোলার।
এদিকে তৃতীয় শিরোপা জয়ে লক্ষ্যে দুরন্ত গতি ছুটছে ভারত। অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানকেও কোনো সুযোগ দেয়নি রোহিতরা। বাংলাদেশের বিপক্ষে তাই কোনো ভুল করতে চায় না কোহলি-গিলরা।
সাকিব তাসকিনদের মোকাবেলায় সব প্রস্তুতিও নিয়ে রেখেছে ভারত।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।
ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি ও মোহাম্মদ সিরাজ।