ভেড়ামারায় গৃহবধুকে গণধর্ষণ \ ৫জন গ্রেপ্তার
ভেড়ামারা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধু গণধর্ষনের স্বীকার হয়েছে। এই ঘটরায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোহেল হোসেন (ডেকোরেটর দোকানে কাজ করেন), সাং ও থানা রানীনগর, জেলা নওগাঁ এর স্ত্রী (২৫) কে নিয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা শহরের কুটির বাজারে ভাড়া থাকেন। শনিবার রাত ১১টা ১০ মিনিটে জনৈক রুবেল হোসেন এর ভ্যানযোগে বাসায় ফেরার পথে ভেড়ামারা উপজেলার বারোমাইল লিচুবাগান নামক স্থানে ৬/৭ জন লোক তাদের পথরোধ করে স্বামী সোহেল হোসেনকে মারধর করে আটকে রেখে তার সামনে স্ত্রী (২৫) কে হাইওয়ে রাস্তার পাশে লিচু বাগান নামক স্থানে নিয়ে ৩/৪ জন জোরপূর্বক ধর্ষণ করে। এই ব্যাপারে ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করলে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ আভিযানিক টিম রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আসামি ১। কালু প্রামানিক (৪৬), পিতা-মৃত মোজাম্মেল প্রামানিক, সাং মসলেমপুর, ২। মুর্শিদ শেখ (৪৫), পিতা-মোজাম্মেল শেখ, সাং-ষোলদাগ, ৩। টিটু মন্ডল ওরফে টিপু (৪২), পিতা-মৃত আকছেদ মন্ডল, ৪। এজাজুল (৪২), পিতা-মৃত নবীর মন্ডল, সাং-ষোল দাগ এবং ভ্যানচালক ৫। রুবেল আলী (২৪), পিতা-মৃত হাবিবুল সরদার, সাং-ষোলদাগ সর্বথানা-ভেড়ামারা জেলা:- কুষ্টিয়াগণকে গ্রেফতার করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার বলেন, থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ আভিযান চালিয়ে ঘটরায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ই/অননিউজ ২৪