ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শহরের রাজগঞ্জ বাজার এলাকায় অভিযান
আহসানুজ্জামান সোহেল।।
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে আজ ৭ই ডিসেম্বর সকালে শহরের রাজগঞ্জ বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করে।
এ সময় বাসি খাবার সংরক্ষণের অভিযোগে সমীর হোটেলকে ৫হাজার টাকা, অনুমোদনহীন বিদেশী পণ্য বিক্রি করায় প্রিমিয়াম সুইটসকে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ উপকরণ ব্যবহার করে মিষ্টি প্রস্তুত করায় মিঠাইকে ৫ হাজার টাকাসহ মোট ০৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ১৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে হ্যান্ড মাইকের মাধ্যমে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।
অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।