ভোট দিবো কিসে ধানের শীষে স্লোগান স্লোগানে মুখরিত বাগমারার জনপদ
আবু বাককার সুজন, বাগমারা

‘ভোট দিবো কিসে ধানের শীষে’ শ্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে বাগমারার জনপদ। গতকাল রোববার বিকেল তিনটায় বাগমারা উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার দলীয় নেতা-কর্মীরা একযোগে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার ছবি সম্বলিত পোষ্টার হাতে নিয়ে ‘ভোট দিবো কিসে ধানের শীষে’ এই স্লোগান দিয়ে মিছিল করেন।
এই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত এক প্রার্থীর ষড়যন্ত্র ও অপপ্রচারের কবল থেকে বেরিয়ে এসে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ডিএম জিয়াকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগী এই মিছিল, লিফটেল বিতরণ ও পথসভা করেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা। এদিকে উপজেলার ১৬ টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে ও গ্রাম-গঞ্জে এবং ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভার প্রতিটি পাড়া-মহল্লায় দলীয় নেতা-কর্মীরা একযোগে ‘ভোট দিবো কিসে ধানের শীষে’ স্লোগান দিয়ে মিছিল করায় বাগমারার প্রতিটি জনপদে যেন ভোটের হাওয়া বইতে শুরু করেছে। সেই সাথে সাধারণ ভোটারদের মাঝেও ভোট নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে ‘ভোট দিবো কিসে ধানের শীষে’ স্লোগান দিয়ে দলের শতশত নেতা-কর্মীরা মিছিল ও লিফলেট বিতরণ করেন। মিছিলটি উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলু হাটা মাঠে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বিএনপির মনোনীত প্রার্থী বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া বক্তব্য দেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, বড়বিহানলী ইউপির চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, রাজশাহী জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক শামসুজজোহা বাদশা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন ও উপজেলা জিসাস সভাপতি আব্দুল জলিল প্রমূখ।
এছাড়া তাহেরপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবু নঈম সামসুর রহমান মিন্টুর নেতৃত্বে দলের তৃনমূল পর্যায়ে নেতাকর্মীরা তাহেরপুর বাজারে ডিএম জিয়ার পক্ষে মিছিল করেছেন। একই সময় গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে দামনাশ বাজারে, নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলামের নেতৃত্বে নরদাশ বাজারে, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে তেলিপুকুর গাঙ্গোপাড়া বাজারে, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিনের নেতৃত্বে হামিরকুৎসা বাজারে, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক সেনা সদস্য হুজুর আলীর নেতৃত্বে শিকদারী বাজারে এবং শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টারের নেতৃত্বে মচমইল বাজারে বিএনপির প্রার্থী ডিএম জিয়ার ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে।