ময়মনসিংহ-নেত্রকোণায় গ্যাস সরবরাহ বন্ধ

আনলাইন ডেস্ক।।

ময়মনসিংহের ত্রিশালে ভবন নির্মাণ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তিতাস গ্যাসের লাইন। ময়মনসিংহে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে এবং মেরামত চলছে।

গত সোমবার (২৪ জুন) ত্রিশাল এলাকায় নারায়ণপুর গ্রামে একটি কারখানার ভবন নির্মাণের সময় তিতাস গ্যাসের ঢাকা-ময়মনসিংহ সংযোগ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে ময়মনসিংহের বিভিন্ন স্থানে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তিতাস গ্যাসের ডিজিএম নারায়ণ চন্দ্র দে জানিয়েছেন যে, অত্যন্ত জটিল ও স্পর্শকাতর এই মেরামত কাজ ইতোমধ্যে চলমান রয়েছে এবং আজকের মধ্যেই গ্যাস সংযোগ পুনঃস্থাপিত হওয়ার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ