মানিকছড়িতে জামায়াত প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী নির্বাচনী প্রচারণা
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী দাঁড়ি পালা প্রতীকে ভোট প্রার্থনা, গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন।
বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অলিতে-গলিতে তিনি গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেন। এ ছাড়া গণসংযোগকালে জামায়াত মনোনীত প্রার্থী ও দলীয় নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে জামায়াতে ইসলামী পরিকল্পনার কথা তুলে ধরেন।
এসময় জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার আমির আব্দুল মোমেন, এনসিপির আহবায়ক মো: নুরুল আলমম সহ সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।