মুরাদনগর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মুরাদনগর, কুমিল্লা প্রতিনিদি।।
কুমিল্লার মুরাদনগর দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়টির অডিটোরিয়ামে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভার সমাপ্তিতে উক্ত পুরস্কার সমূহ বিতরণ করা হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। সিনিয়র শিক্ষক মোঃ মনির হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার কোহিনূর আক্তার, বিদ্যালয়টির সকল সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষক।
এসিল্যান্ড সুমাইয়া মমিন বলেন, শিক্ষার মানোন্নয়নে দীর্ঘ সময় ধরে ঐতিহ্য ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়টি এগিয়ে চলছে সুনামের সাথে। শুধু শিক্ষাতেই নয়, সহশিক্ষা কার্যক্রমগুলোতে বিদ্যালয়টির উপজেলায় রয়েছে অভাবনীয় সাফল্য। সকলকে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে। দেশের ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখতে হাতেখড়ি গুলো ছেলেবেলা থেকেই শুরু হয়। অদূর ভবিষ্যতে তোমাদের হাত ধরেই বিশ্বমঞ্চের খেলাধুলায় বাংলাদেশ পাবে সাফল্য।
পরবর্তীতে বিভিন্ন ইভেন্টে সাফল্যের স্বাক্ষর রাখা সেরা তিনজন করে সকলের মাঝে বিতরণ করা হয় পুরস্কার ও বই।
এফআর/অননিউজ