মুরাদনগরে বৃত্তি পরীক্ষায় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ
মো. সাজ্জাদ হোসেন, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মুরাদনগর কাজী নোমান আহাম্মদ ডিগ্রী কলেজ ও রামচন্দ্রপুর আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে ওই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ২৫টি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় এক হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। বেসকারি প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নেওয়াই মুরাদনগর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছে।
কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মাণ উন্নয়ন, চলমান প্রতিযোগিতা মূলক শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানসহ করোনা মহামারী পরিস্থিতির কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে আমরা এ পরীক্ষার আয়োজন করি। উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। সবকিছু ঠিক থাকলে ৩০ ডিসেম্বর আমরা ফলাফল ঘোষনা করতে পারবো। ইনশাআল্লাহ আগামীতেও আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে।