মুরাদনগরে রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের বনার্ঢ্য র্যালি
মুরাদনগর প্রতিনিধি।।
‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষে একটি বনার্ঢ্য র্যালি নহল চৌমুহনী ঘুরে ধামঘর দোতলা মসজিদে গিয়ে শেষ হয়।
রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের উপজেলা সভাপতি আবু হানিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাওলানা আনম ইলিয়াছ।
উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন নেতা মাওলানা হানিফ সরকারের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের উপদেষ্টা মাওলানা আব্দুল আউয়াল খন্দকার, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম ফয়জুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শংকর রায়, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন নেতা মাওলানা সেলিম মুন্সী ও উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন নেতা হানিফ সরকার প্রমুখ।