মুরাদনগরে সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি ।।

কুমিল্লার মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর বাজারে চাউলের আরদ ১শ’ বস্তা চাউল ও ১২লাখ টাকা চাঁদা নিয়ে যাওয়ার অভিযোগে কুমিল্লা-৩, মুরাদনগর আসনের আওয়ামীলীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন সহ ১৫জনের বিরুদ্ধে নামে বাঙ্গরা বাজার থানায় মামলা হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচয়ের আরও ২০-২৩জনকে আসামি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন বাঙ্গরা বাজার থানা ওসি সালাহ উদ্দিন আল মাহমুদ।

সোমবার(২১ অক্টোবর) সকালে রামচন্দ্রপুর (দক্ষিণ বাখরাবাদ গ্রামের মোঃ আবুল কাশেম ছেলে মোঃ মাসুক মিয়া(৩৬)। মামলার বিবারণে জানা গেছে, গত শনিবার (৯ সেপ্টম্বর) সকাল ১০ঘটিকায় এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের নির্দেশে রামচন্দ্রপুর বাজারে মেসাস কাশেম এন্টারপ্রইজের চাউলের আরদ ২০ লাখ টাকা চাঁদা চেয়ে আমাকে দেশীয় অস্রসস্র,ককটেল বোমা,লোহার রড় গ্যাস পাইপ,হকিস্টিক দিয়ে মারধর করে হা পা ভেঙ্গে দেয়। যাবার পথে নগদ ১২ লাখ টাকা, ১শ’বস্তা চাউল নিয়ে যায়।

আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ