মুরাদনগরের উপজেলায় কর্মরত কর্মকর্তাগণের সহিত নবাগত ডিসির মতবিনিময়।

সাজ্জাদ হোসেন, মুরাদনগর (কুমিল্লা):

নব যোগদানকৃত কুমিল্লা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মু: রেজা হাসান তাঁর প্রথম প্রশাসনিক সফরের অংশ হিসেবে মুরাদনগর উপজেলায় কর্মরত সকল দপ্তরের প্রধানগণের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

উপজেলা প্রশাসন, মুরাদনগর-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক মু: রেজা হাসান আসন্ন নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকল কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

সভায় তিনি জনসেবার মান বৃদ্ধি, সরকারি উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখার আহ্বান জানান। এবং তিনি আশা ব্যক্ত করেন উপজেলার প্রশাসনিক কার্যক্রম সুন্দর ভাবে যেন অব্যাহত থাকে।তবে প্রশাসনের মূল লক্ষ্য হিসেবে তিনি স্পষ্ট করে দেন যে, যেকোনো মূল্যে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে হবে। এবং উপজেলা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও যেন প্রত্যেকটা নাগরিক হয়রানি মুক্ত সুন্দর সেবা পায়। এ বিষয়টা সবাই খেয়াল রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।

নবাগত জেলা প্রশাসক মু: রেজা হাসান এঁর মতবিনিময় সভায় মুরাদনগর উপজেলা প্রশাসনের শীর্ষস্থানীয় সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, কৃষি কর্মকর্তা মোঃ পাভেল খাঁন পাপ্পু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম মানিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বেদারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, উপজেলা সাব-রেজিস্ট্রার রৌশান সাদিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শফিউল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো মনছুর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার, এবং সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন ভূঞা প্রমূখ।

জেলা প্রশাসকের এই দিকনির্দেশনামূলক সভা মুরাদনগর উপজেলা প্রশাসনে নতুন কর্মতৎপরতা সৃষ্টি করেছে এবং নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতিকে আরও সুসংগঠিত করবে বলে আশা করা হচ্ছে।

আরো দেখুনঃ