মোল্লাহটে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি।।

মোল্লাহটে মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে পাট চাষিদের দিনব্যাপী এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধিন, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্বাচিত ৭৫ জন পাট চাষীদের এ প্রশিক্ষন প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। আরও উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা, কৃষ সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান ও মুক্তা মন্ডল, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, মুখ্য পরিদর্শক সরোজিত সরকার, পরিদর্শক মুজিবুর রহমান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ