মোল্লাহাট কে আর কলেজের নবনির্বাচিত সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দীপু’র সংবর্ধনা

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে খলিলুর রহমান ডিগ্রী কলেজ (কে আর কলেজ) এর নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দীপু’র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দীপু বলেন, ঐতিহ্যবাহী এ কলেজের শিক্ষার গুণগতমান বৃদ্ধি, নকল প্রতিরোধ, শিক্ষার পরিবেশ সৃষ্টি, এবং বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান মুখী ও পড়া লিখায় মনোযোগী করার ব্যাপারে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী বলেন, মোল্লাহাটের বিভিন্ন পাবলিক পরীক্ষা নিয়ে একটি বদনাম রয়েছে এ বদনাম দূর করে আমাদের প্রমাণ করতে হবে যে মোল্লাহাটে পরীক্ষায় কোন নকল হয় না এবং মোল্লাহাটের শিক্ষা ব্যবস্থা সারাদেশের মধ্যে সেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ এল জাকির হোসেন। অন্যান্য অতিথিবৃন্দদের উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার জামাল উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক শেখ শাহেদ আলী, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া সহ কলেজ গভর্নিং বোর্ডের সদস্য বৃন্দ, শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

 

মজ/অননিউজ২৪

আরো দেখুনঃ