মোল্লাহাট প্রেসক্লাবে চাঁদাবাজের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি।।
নির্মানাধীন বাড়ির কাজে বাধাঁ সৃষ্টি করে চাঁদা দাবী করায় বাগেরহাটের মোল্লাহাট প্রেসক্লাবে, আজ শনিবার(১৯ ফেব্রæয়ারি)সকালে এক সংবাদ সম্মেলন করেছে, মোল্লাহাটের সিমান্তবর্তী চিতলমারী উপজেলাধীন বড়গুনী গ্রামের ভুক্তভোগী আঃ হান্নান মুন্সি। তিনি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে তার লিখিত একটি প্রেস রিলিজ সাংবাদিকদের পাঠ করে শুনান।
এসময় তিনি বলেন দীর্ঘদিন প্রবাস জীবন যাপন শেষে সন্তানদের পড়ালিখার কথা ভেবে তার ক্রয়কৃত চিতলমারী সদরের আড়–য়াবর্ণি মৌজার জেএল নং-৭, খতিয়ান নং-১২, দাগ নং-১৮৭ তে ১৪ শতাংশ জমি জনৈক ফেরদৌসী পারভীন এর কাছ থেকে ক্রয় করে নিজ নামে মিউটেশন ও হাল রেকর্ড সূত্রে দখলে থেকে নিয়মিত খাজনা পরিশোধ ও দাখিলা গ্রহন করছেন তিনি।
উক্ত জমিতে বাড়ির নির্মান কাজ ও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এমতাবস্থায় আড়–য়াবর্ণি চরপাড়া গ্রামের মৃতঃ নোয়াব আলী মুন্সির পুত্র মোশারেফ হোসেন এসে কাজে বাধার সৃষ্টি করে এবং বলে আমাকে ১০/১২ লক্ষ টাকা না দিলে বাড়ি নির্মান করতে দেওয়া হবে না। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে অনেকের কাছে বলে ও কোন সমাধান পাওয়া যায়নী।
তাই বিষয়টি গনমাধ্যমে প্রকাশ করে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী আঃ হান্নান মুন্সি।