মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় মোল্লাহাট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমেদ পিকিং, পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনবাণীর মোল্লাহাট প্রতিনিধি মোহাম্মাদ আলী মোহন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোঃ আমির আলী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সমাজকল্যাণ সম্পাদক মুসা কালিমুল্লাহ, প্রচার সম্পাদক মীর মাসুদ, সাংবাদিক শেখ রায়হান, মাহফুজুর রহমান চৌধুরীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা দৈনিক জনবাণীর দীর্ঘ পথচলার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে পত্রিকাটির আরও সাফল্য কামনা করেন। শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।