মোল্লাহাটে পুলিশের অভিযানে ছিনতাইকৃত মোটর সাইকেল ও ২ ছিনতাইকারী গ্রেফতার।

বাগেরহাট প্রতিনিধি

মোল্লাহাটে পুলিশের অভিযানে ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার ও দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানাগেছে, কাহালপুর আজিজ মোল্লারঘাট নামক স্থানে গত ১৪ এপ্রিল রাত ১১ টায় তেরখাদা উপজেলার আনন্দ নগর গ্রামের নুর আলম শেখ মোটরসাইকেল যোগে যাত্রা পথে তার মোটর সাইকেলের গতিরোধ করে মোটর সাইকেল ছিনতাই করে, একপর্যায়ে ভুক্তভোগী মোল্লাহাট থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি মামলা দায়ের করে, মামলা নং-২০, তাং-১৬/০৪/২০২৫ আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে মোল্লাহাট থানা পুলিশের অভিযান কালে ছিনতাইকৃত একটি লিফান কেপিআর মোটর সাইকেল ও একটি হেলমেট সহ আসামী আলফাজ মোল্লা (২৫), পিতা-মোঃ মোস্তফা মোল্লা, ও রকিবুল কাজী (২৩), পিতা-মোঃ রহমত কাজী, উভয় সাং-কাহালপুর (পশ্চিমপাড়া), থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট, এর দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়, এ সময় আসামীদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃতএকটি চাইনিজ কুড়াল, একটি চাকু, একটি সিলভার কালারের গুপ্তি, একটি চাপাতি ও লোহার হাতুড়ী উদ্ধার করা হয়।
আসামিদের বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুনঃ