মোল্লাহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।
বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
দিবসটি উপলক্ষ্যে একটি শোভাযাত্রা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে যেয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীদের সঠিক ভাবে হাত ধোয়া প্রক্রিয়া প্রদর্শন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাত ধোয়া রোগ জীবাণু থেকে আমাদের রক্ষা করে। কোভিভ মহামারির সময় এটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যাতে মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়। আমরা আজকের দিনটিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছি।
তিনি আরো বলেন, মোল্লাহাট উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালনের ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হাসান আলী, কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব সাহা, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস, মোল্লাহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সাংবাদিক শেখ রায়হান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।