মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি
মোল্লাহাটে মঙ্গলবার(১৮ অক্টোবর) যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ/ অঙ্গ-সংগঠন ও সরকারী/বেসরকারী বিভিন্ন দপ্তর নানা কর্মসূচি পালন করেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বর্ণাঢ্য র্যালি, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের পক্ষ থেকেও শিক্ষার্থীদের অংশগ্রহনে নানা কর্মসূচি পালিত হয়। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, অফিসার ইনচার্জ সোমেন দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম-সাধরণ সম্পাদক জিকরুল আলম, যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।