ম্রাইমা মৈত্রী ফাউন্ডেশন উদ্যোগে শিক্ষার্থীদের বই,খাতা, কলম ও বিতরণ ও আলোচনা সভা
হলাপ্রু মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ম্রাইমা মৈত্রী ফাউন্ডেশন উদ্যোগে হরিধন মগ পাড়ায় ফাউন্ডেশনের সাংগঠনিক সফর, প্রতিষ্ঠানিক ধর্মীয় বই, খাতা, কলম বিতরণ ও উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ম্রাইমা মৈত্রী ফাউন্ডেশন আয়োজনে শনিবার বিকেলে হরিধন পাড়ায় আড়িয়া সুখা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ম্রাইমা মৈত্রী ফাউন্ডেশনের স্থানীয় কমিটির সদস্য সচিব নন্দপাল থের।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা মৈত্রী প্রগতি এটা একটা অরাজনৈতিক অলাভজনক ও সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবক সংগঠন। শিক্ষা দাও, শিক্ষা দিয়ে গড়ব মোরা সমৃদ্ধির সমাজ। আগের তুলনায় দেশ উন্নয়ন হয়েছে শিক্ষার মান বাড়ছে, বর্তমান সমাজে ঠিকিয়ে থাকতে হলে শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই। তাছাড়া নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং নিজেদের মাতৃভাষা শিক্ষাকে প্রাধাণ্য দিতে হবে।
এসময় তেজসারা স্থবির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ম্রাইমা মৈত্রী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ভদন্ত উ সারা ভিক্ষু সহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানিক ধর্মীয় বই একটি, কলম ১ টি, খাটা ১টি করে প্রায় ২৬ জনকে দেয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।