ময়মনসিংহে বুক জোড়া লাগানো দুটি শিশুর জন্ম
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বুক জোড়া লাগানো দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম হয়েছে। শেরপুর জেলার ২০ বছর বয়সী এক গৃহবধু সিজারের মাধ্যমে বুক জোড়া লাগানো দুই মাথা-দুই পা-চার হাত বিশিষ্ট দুটি শিশুর জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৪ আগস্ট) বিকেলে মমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে শিশু দুটির জন্ম হয়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, শেরপুর জেলার এক গৃহবধূ প্রসব ব্যথা নিয়ে হাসপাতালের গাইনি ও লেবার ওয়ার্ডে ভর্তি হন। পরে বুধবার বিকেলের দিকে অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে গৃহবধূর পেট থেকে বুক জোড়া লাগানো দুই মাথা, দুই পা ও চার হাতওয়ালা মৃত শিশু দুটিকে বের করে আনা হয়। তবে জন্মের পর শিশু দুটিকে তার বাবা নিয়ে গেছেন। গৃহবধূ এখন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে এবং সুস্থ আছেন।