রওশন এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন
অনলাইন ডেস্ক।।
বাংলাদেশের প্রবীন রাজনীতিবিদ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ অসুস্থ হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন, বর্তমানে তিনি আশংকাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। সবশেষ পাওয়া খবরে জানা যায় বেশ কয়েকদিন ধরে অক্সিজেন সাপোর্ট ছাড়াই আছেন মাঝে মধ্যে চোখ খুলে দেখছেন কিন্তু কোন কথা বলছেন না, এখানে উল্লেখ্য যে, বর্ত মানে তাহার বয়স ৭৮ বছর। তিনি টানা ৭৭ দিন ধরে সিএমএইচ হসপিটালে চিকিৎসাধীন আছেন।
দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকা রওশনের সুস্থতা কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।