রাকাব’র নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) নব নিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তাদের এক মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। এ উপলক্ষ্যে রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকারে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সকল অনুষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঊর্ধ্বতন অনুষদ সদস্য কাওসার জাহান।