রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে ১৩ নভেম্বর
অনলাইন ডেস্ক।।

রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আগামী ১৩ নভেম্বর থেকে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে আনা পরিবর্তন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তাদের সহযোগিতা বিষয়ে আলোচনা করাই এই সংলাপের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর থেকে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এখনো পর্যন্ত কোন কোন দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে, সেটি নির্ধারণ করা হয়নি। আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসি সচিব জানান, সোমবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার গেজেট প্রকাশিত হয়েছে। এই আচরণবিধি প্রকাশিত হওয়ার পরই সংলাপ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধি ছাড়া সংলাপ অর্থবহ হতো না। এখন এটি প্রকাশিত হওয়ায় আমরা ১৩ নভেম্বর থেকেই সংলাপ শুরু করব।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিবন্ধিত দলগুলোর সঙ্গেই মতবিনিময় করব। আমরা আশাবাদী, রাজনৈতিক দলগুলো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপে অংশ নেবে। পর্যায়ক্রমে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে, সে বিষয়ে গণমাধ্যমকেও জানানো হবে।
নির্বাচন কমিশন ইতোমধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছে। এসব মতবিনিময় থেকে পাওয়া পরামর্শ ও প্রস্তাব আচরণবিধি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
সূত্রঃ etv
আই/অননিউজ২৪।।